চলচ্চিত্রে এক নায়কতন্ত্রের যে প্রভাব তার জন্য দায়ী কে!
লাবনী আকতার: চলচ্চিত্রকে বলা হয় ডিরেক্টরস মিডিয়া। অন্যদিকে, থিয়েটারকে বলা হয় এক্টরস মিডিয়া। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং থিয়েটার কর্মীদের এ নিয়ে বহুকাল ধরেই একটা বেশ তর্ক- বিতর্ক চলে আসছে। চলচ্চিত্রের ক্ষেত্রে পরিচালকই শেষ কথা মূলত এটা একটা যৌথ প্রয়াস। একটা চলচ্চিত্র তৈরিতে ক্যামেরার সামনে যত মানুষ থাকে, ক্যামেরার পেছনে তার চেয়ে বরং বেশি লোক কাজ […]